মিরসরাইয়ে ২২ স্কুল ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ

জাবেদ ভূঁইয়া, মিরসরাই(চট্টগ্রাম):
মিরসরাইয়ে ২২ স্কুল ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন রোটারি ক্লাব অব চিটাগাং হিলটাউন। শনিবার (৭মার্চ) উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে সাইকলে বিতরণ অনুষ্ঠানে রোটারি ক্লাব চিটাগাং এর সভাপতি দেবদুলাল ভৌমিকের সভাপতিত্বে মলিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মাসুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন, রোটানী ক্লাব অব সিলেটের ফাস্ট লেডি ফিরোজা রহমান। প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অব সিলেটের জেলা গর্ভনর প্রিন্সিপাল লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর।

এসময় আরো উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব সাগরিকার ফাস্ট প্রেসিডেন্ট খনরঞ্জন রায়, চিটাগাং হিলটাউনের পরিচালক প্রফেসর প্রদীপ দাশ, চিটাগাং হিলটাউনের সহ-সভাপতি আলমগীর হোসেন, চিটাগাং হিলটাউনের সাধারণ সম্পাদক ইউছুফ, রোটারিয়ান নাথুরাম নাথ, মলিয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিনসহ প্রমুখ।

সাইকেল পেয়ে খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা। শিার্থী অকীতা রাণী পাল, নাফিজা আক্তার রাইচা, তাসফিসা তাহিন বলেন, আমাদের বাড়ি থেকে স্কুল প্রায় তিন-চার কিলোমিটার দূরে, হেঁটে সঠিক সময়ে স্কুলে পৌঁছানো কষ্ট হয়ে যেত। সাইকেল পেয়েছি, এখন সঠিক সময়ে স্কুলে আসতে পারবো। সময় মতো প্রাইভেট পড়তে পারবো। তাছাড়া যখন গ্রামের মেঠোপথে সাইকেল চালিয়ে স্কুলে আসব, তখন নিজেকে সাহসীও মনে হবে। আমরা আত্মনির্ভশীল হয়ে উঠব।

রোটারি ক্লাব অব চিটাগাং এর সভাপতি দেবদুলাল ভৌমিক জানান, এলাকায় অনেক মেধাবী ও গরীব পরিবারের শিক্ষার্থী রয়েছে যাদের বাড়ি স্কুল থেকে বেশ দূরে। যে কারণে তারা সঠিক সময়ে স্কুলে যেতে পারে না। তাছাড়া গ্রামের মেয়েরা সাধরণত সাহসী না, যার ফলে তারা ইভটিজিংয়ের শিকার হয়ে থাকে। সাইকেল বিতরণে শিক্ষার্থীরা সঠিক সময়ে স্কুলে আসতে পারবে, লেখাপড়ায় আরো মনোনিবেশ করতে পারবে। মেয়েরা আত্মনির্ভরশীল ও সাহসী হয়ে উঠতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here