জাবেদ ভূঁইয়া, মিরসরাই:
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জাতীয় বিদ্যুৎ গ্রীডের টাওয়ার স্থাপনের কাজ করার সময় উপর থেকে পড়ে ২ জন শ্রমিক নিহত হয়েছে।
আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের নিপ্পন গ্রুপের প্লটের পাশের বিদ্যুৎ টাওয়ারে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
এসময় টাওয়ারের উপর থেকে পড়ে ঘটনাস্থলে নিহতরা হলো রুবেল হোসেন (৩০) ও রুবেল শিকদার (৩২)। তারা যশোর জেলার কোতয়ালী থানার বাসিন্দা।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) মুফিজুর রহমান বলেন, সোমবার দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জাতীয় বিদ্যুৎ গ্রীডেচর টাওয়ার স্থাপনের কাজ করার সময় দু’জন কর্মী টাওয়ারের উপর থেকে পড়ে নিহত হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে।