মিরসরাইয়ে ইস্টার্ন ব্যাংকের ২য় ব্যাংকিং বুথের যাত্রা শুরু

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে ইস্টার্ন ব্যাংকের ২য় ব্যাংকিং বুথের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) মিরসরাই উপজেলা সদরের হাজী রেনু মিয়া শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় উপজেলার ইস্টার্ন ব্যাংকের ২য় ব্যাংকিং বুথের উদ্বোধন করা হয়।

ব্যাংকের রিটেইল এবং এসএমই প্রধান এম খোরশেদ আনোয়ার বুথের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, কর্পোরেট প্রধান ইফতেখার উদ্দিন চৌধুরী, লায়্যাবিলিটি এবং ওয়েলথ প্রধান সৈয়দ জুলকার নাঈন, এজেন্ট ব্যাংকি প্রধান বিন মজিদ খান, বাঞ্চ এরিয়া হেড জি.এম ফরহাদ সারোয়ার, তাপস চক্রবর্তী, বুথ ম্যানেজার জামাল উদ্দিন প্রমুখ।

বুথ ম্যানেজার জামাল উদ্দিন জানান, আধুনিক ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়ে চালু করা হয়েছে বুথটি। এই বুথ থেকে গ্রাহকদের নিয়মিত ব্যাংকিং সেবা প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here