জাবেদ ভূঁইয়া, মিরসরাই:
মিরসরাই পৌর বাজারে গভীর রাতে অগ্নিকুণ্ডে ৪ ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই গয়ে গেছে।
বৃহস্পতিবার (২জানুয়ারি) দিবাগত রাত প্রায
১টায় মিরসরাই পৌর বাজারের কোর্টরোড়ে এই অগ্নিকুন্ডের ঘটনা ঘটে। অগ্নিকুণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান হলো: শরীফ হোটেল, আলনূর লাইব্রেরী, আল্লাহর দান লাইব্রেরী ও কোহিনূর হোটেল। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শরিফ হোটেল।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর আলম বলেন, ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ফলে পাশ্ববর্তী ভূমি অফিসের রেকর্ড রুম সহ অনেক গুলো দোকান রক্ষা পায়।
জানাযায় এই অগ্নিকুণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার অধিক ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুন লাগার মূল কারণ এখনও জানা যায় নি।