মালয়েশিয়া পাচারের চেষ্টা কালে ১২ রোহিঙ্গা উদ্ধার

কায়সার হামিদ মানিক, উখিয়াঃ
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের সময় পৃথক অভিযান চালিয়ে নারীসহ ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে উপজেলার বাহারছড়া শীলখালী ও সদরের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১০জন নারী ও ২জন পুরুষ রয়েছে। তারা সবাই উখিয়ার বালুখালী, জামতলি, শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরের নেতৃত্বে সকালে শীলখালী এলাকা থেকে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা নারীকে উদ্ধার করা হয়। এছাড়া ভোরে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকা থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মেম্বারের নেতৃত্বে নারীসহ ৬ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মেম্বার বলেন, দালালদের মাধ্যমে উপকূলের মহেশখালিয়া পাড়া পয়েন্ট দিয়ে সমুদ্র পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ৬ রোহিঙ্গাকে জড়ো করে ট্রলারে উঠানোর জন্য অপেক্ষামান ছিল।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, দালালরা এসব রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের জন্য শীলখালী ও দক্ষিণ লেঙ্গুর বিল এলাকায় জড়ো করেছিল। গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ১২ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব স্ব ক্যাম্পের মাঝিদের জিম্মায় পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here