রবিবার, আগস্ট ১৭, ২০২৫

মাদকে সংশ্লিষ্ট থাকায় কক্সবাজারে ২১ জনকে সমাজচ্যুত করলো পরিচালনা কমিটি

আপডেট:

এম এ সাত্তার, কক্সবাজার:
কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর নুনিয়াছড়ার সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ২১ জনকে সমাজচ্যুত করেছে বলে খবর পাওয়া গেছে।

পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর নুনিয়াছড়ার সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্য সৃষ্টির লক্ষ্যে এক সভা আহ্বান করা হয়।

বিজ্ঞাপন

সমাজ কমিটির সভাপতি সেলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দীনের পরিচালনা সভায় এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাজ কমিটির সহ-সভাপতি মাহমুদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-অর্থ সম্পাদক শাহ আলম, সদস্য কামাল উদ্দীন, শাহাব উদ্দীন শাহেদ, আজিমুল হক, এনামুল হক।

বক্তব্য রাখেন- ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, কক্সবাজার জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দীন, স্থানীয় মালেক কোম্পানি, আব্দুল খালেক, মোহাম্মদ লালু, নুর আহমেদ, এসএম ইলিয়াছ, রেজাউল করিম নয়ন, জসিম মাহমুদ, কামাল উদ্দীন, হোসাইনুল ইসলাম বাহাদুর, মাসুদ পারভেজ, মনসুর উদ্দীন, ফেরদৌস, তানভীর, মুজিব, লুতফর রহমান, সরোয়ার, আলাউদ্দীন, ওবায়দুল হকসহ প্রমুখ। এ সভায় সকলের যৌথ মতামতের ভিত্তিতে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
১. এলাকার মাদক কারবারিদের চিহ্নিত করে সমাজচ্যুত করা৷

বিজ্ঞাপন

২. মাদক প্রতিরোধে যুব সমাজ কমিটি গঠন।
৩. পুরো এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা।
৪. ভ্রমনতরী কর্ণফূলীশীপে পুলিশের চেকপোস্ট স্থাপনের দাবী।
৫. এলাকায় বহিরাগতদের প্রবেশ ও অবস্থানের উপর নজরদারি বাড়ানো।
৬. এলাকার নিরাপত্তায় নৈশপ্রহরী নিয়োগ।

এছাড়া মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ২১ জনকে সমাজচ্যুত করা হয়: উত্তর নুনিয়া ছড়ার নজরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম ফারুক, আবুল হোসেনের ছেলে আবুল কালাম, আবু শামার ছেলে নবী হোসেন, আবুল বশরের ছেলে মমতাজ মিয়া, আলী হোসেন মাঝির ছেলে আবুল বশর ও নুরুল বশর, আবু মাঝির ছেলে ফয়েজ, বদরুজ্জামান মিস্ত্রির ছেলে শামসু, আব্দুল করিমের ছেলে মঞ্জুরুল ইসলাম, মৃত আবুল হোসেনের ছেলে হারুন বাদশা, নুরুল হক ফকিরের ছেলে দলু, আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ, তিন রাস্তার মোড় কবরস্থানের পাশে ওসমানের স্ত্রী আমেনা, শামসুল আলমের ছেলে মোবারক, শাহ আলমের ছেলে সোহেল, আবুল বশরের ছেলে আমির হোসেন, মল্লার ছেলে জাহাঙ্গীর, আবুল হোসেনের ছেলে খোরশেদ আলম, মনির আহমেদের ছেলে ফিরোজ, নুর আহম্মদের ছেলে হাবিব উল্লাহ, বিমান বন্দর গেইটের মুন্নীর ছেলে মিজান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত