১৫ নং মাইটভাঙ্গা ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০১৯ ইং গতকাল বিকেলে স্থানীয় মাইটভাঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ।
ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃ দিদারুল আলমের সভাপতিত্বে এবং সদস্য মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক গোলাম কিবরিয়া মঞ্জুর ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবু নাসের পেলিশ্যা প্রমুখ ।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে মোঃ কামাল উদ্দিন ৮১ ভোট পেয়ে পরবর্তী সময়ের জন্য সভাপতি পদে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদন্দী আবু তাহের মেম্বার পান ৩৩ ভোট এবং সাধারন সম্পাদক পদে তরুন আওয়ামীলীগ নেতা দুলাল চন্দ্র দাস বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হন ।