নিজস্ব সংবাদদাতা,
বতর্মানে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় চলছে নতুন ধান ঘরে তোলার উৎসব। তবে বিগত কয়েক বছর আগের প্রেক্ষাপট আর বতর্মান প্রেক্ষাপট এর মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। আগে কিছু দরিদ্র কৃষকরা শ্রমিক দিয়ে ধান কাটিয়ে সেই ধান বাজারে বিক্রি করে উৎপাদন খরচ, শ্রমিক খরচ সবকিছু বাদ দেয়া হলে কৃষকের লাভের অঙ্কটা একেবারেই কিছু থাকতোনা। বতর্মানে এই ধান কাটা মৌসুমে কেন্দ্রীয় কমিটির নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগ এর অনান্য সহযোগী সংগঠন গুলোর নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সহযোগীতা করছে। এতে ধান কাটাইয়ে শ্রমিক খরচটা না লাগায় কৃষক কিছুটা লাভের মুখ দেখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার মহেশখালী পৌরসভা ১ নং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে এক দরিদ্র কৃষকের জমির ধান কাটতে সহযোগীতা করা হয়। এ সময় ২০ জন তরুনের একটি দল দিনভর ধান কেটে কৃষকের গোলায় পৌঁছে দিতে সহযোগিতা করেন।
এই আয়োজন এর নেতৃত্ব দেন মহেশখালী পৌরসভা ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মহেশখালী মডেল হাই স্কুলের সাবেক সভাপতি আবদুল কিবরিয়া কফিল।