মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের যুবকেরা মিলে ২৫০টি পরিবারের মাঝে মধ্যরাতে ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন মানবিক হারুয়ালছড়ি।
এর আগে এসব তরুণেরা ‘করোনার বিরুদ্ধে হারুয়ালছড়ি’ ব্যানারে সচেতনতা কার্যক্রম চালাতে গিয়ে অনুভব করে গ্রামের মানুষকে ঘরে রাখতে হলে তাদের খাবারের নিশ্চয়তা দিতে হবে। সে চিন্তা থেকেই তারা কাজে নেমে পড়ে বলে জানায় তরুনরা। প্রবাসী ও দেশীয় দাতাদের ব্যাপক সহায়তায় এসব তরুণেরা বিশাল ফান্ড গঠন করে। এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তাদের খাদ্য সহায়তা পৌঁছে দেয় রাতের আঁধারে। ৮এপ্রিল রাতে ১, ২, ৩ নং ওয়ার্ড; ৯এপ্রিল রাতে ৫, ৭, ৮নং ওয়ার্ড এবং ১০এপ্রিল ৪, ৬, ৯নং ওয়ার্ডে ‘মানবিক হারুয়ালছড়ি’ তাদের খাদ্য সহায়তা পৌঁছে দেয় ঘরে ঘরে।
মানবিক হারুয়ালছড়ি টিমের সদস্যা আকিব, সুমন,আরফাত ও বাবর বলেন, আমারা ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় কোনো ছবি উঠাইনি, আমরা শুধু প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে তাদের হাতে খাবারগুলিই তুলে দিয়েছি,
আমাদের খুব ভাল লাগছে এইজন্য যে, আমরা প্রতিটা ওয়ার্ডের সবচেয়ে দরিদ্র ও মধ্যবিত্তদের, যাদের একদম করুণ অবস্থা তাদেরকেই লিস্টভুক্ত করে সহায়তা করতে পেরেছি। আমরা যেসব জায়গায় খাদ্যসামগ্রী বিতরণ করেছি উক্ত ওয়ার্ডের অনেক ভাই আমাদের টিমকে সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
টিম মানবিক হারুয়ালছড়ি’র পক্ষে শুরু থেকেই পরিশ্রম করে গেছেন, মোহাম্মদ আকিব। মোহাম্মদ শাকিল খান, হাফেজ ইসমাঈল হোসেন সুমন, মোহাম্মদ বাবর, জাহেদুল ইসলাম তারেক, সিফাত, জিসান, মিজান, মীর আকিব, ফোরকান, মোহাম্মদ আরফাতুল আলম প্রমুখ।
একইসাথে টিম হারুয়ালছড়ি জানায়, মানবিক হারুয়ালছড়ি সকল শুভাকাঙ্ক্ষী এবং দাতাসহ সকল সাহায্যকারীদের ধন্যবাদ জানাচ্ছি,
‘মানবিক হারুয়ালছড়ি’ পর্যাপ্ত আর্থিক সহায়তা পেলে ২য় পর্যায়ের কাজে নামবে বলে ঘোষণা দিয়েছে।
‘মানবিক হারুয়ালছড়ি’ পরিশ্রম এবং নিজেদের সততা দিয়ে পুরো ইউনিয়নবাসীর মন জয় করে নিয়েছেন। ‘মানবিক হারুয়ালছড়ি’র সদস্যগণ সকলের কাছে দোয়া চেয়েছেন।