বোয়ালখালীবাসীর ভালোবাসা ভুলবার নয় একরামুল ছিদ্দিক

শাহাদাত হোসাইন জুনাঈদী, বোয়ালখালীঃ
বিগত ২০১৮ সালে ৫ই নভেম্বর বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করে একরামুল ছিদ্দিক।

গত বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি’২০) পদোন্নতির কারণে বোয়ালখালী থেকে বদলী হয়ে যায়। প্রায় দেড় বছর সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করার পাশাপাশি বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের মাতৃকালীন ছুটি কারণে ৩রা মার্চ থেকে ৩রা সেপ্টেম্বর ২০১৯ সাল পর্যন্ত ছয়মাস ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বোয়ালখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একরামুল ছিদ্দিক বলেন, বোয়ালখালী থেকে পদোন্নতিজনিত কারণে বদলী হয়ে যাচ্ছি। কিন্তু সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন ভূমি অফিসকে জনবান্ধব করা লক্ষ্যে গণশুনানী সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং ভারপ্রাপ্ত ইউএনও থাকাকালীন সরকারী সেবাসমূহ জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। শতভাগ হয়ত পারিনি, কিন্তু আন্তরিকতার সাথে শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। কখনো কোন অন্যায়ের সাথে আপোষ করিনি। ভূমিদস্যু, দালাল, সিণ্ডিকেটের বিরুদ্ধে লড়াই করার ফলে আমার প্রতি মিথ্যা অপবাদ দেয়া ও ষড়যন্ত্র করা হয়েছিল। যা আমাকে দমিয়ে রাখতে পারেনি। বোয়ালখালীর গণমানুষের দোয়া ও ভালবাসা আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে।

তার বিদায়ের খবর এসিল্যান্ড বোয়ালখালী ফেসবুক আইডি থেকে পেয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) ৫টায় চ্যানেল বোয়ালখালী পরিবারের
পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, চ্যানেল বোয়ালখালীর প্রধান পৃষ্ঠপোষক ও সত্ত্বাধিকারী মুহাম্মদ আবু নাঈম, চেয়ারম্যান এস.এম.নাঈম উদ্দীন, প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত হোসাইন জুনাঈদী, নিউজ এডিটর মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ সোহেল আজাদ প্রমুখ।

এছাড়া বৃহস্পতিবার থেকে ভূমি অফিসে বোয়ালখালী বিভিন্ন স্কুল, কলেজ, রাজনৈতিক, সামাজিক সংগঠন ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here