চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
বোয়ালখালী উপজেলার কদুরখীল ইউনিয়নের স্হায়ী বাসিন্দা জনাব মোঃ আজিজুল হক। তিন দেশের বাহিরে ছিলেন আনেক বছর। বর্তমানে পেশাগত ভাবে উনি একজন ডেকোরেশন সার্ভিস এর মালিক। মোঃ আজিজুল হকের দুই ছেলে চার মেয়ে। বড় ছেলে আলহাজ্ব মহিউদ্দিন সুলতান, বড় ছেলের বিবাহ অনুষ্ঠানে অনেক বড়ো আয়োজন করলেন তিনি।
আজিজুল হক’এর একটা বড় আয়োজন করে সমাজের নিচু শ্রেণীর মানুষ অর্থাৎ গরীব-অসহায় যাদেরকে দাওয়াত দিয়ে কোন অনুষ্ঠানে আসার সুযোগ সৃষ্টি করে দেন না। তাই ওনার এরকম আয়োজন।
এর পরিপ্রেক্ষিতে তিনি তার বড় ছেলে আলহাজ্ব মহিউদ্দিন সুলতান এর শুভ বিবাহের মেহেদী রজনীতে পুরো উপজেলা অর্থাৎ পুরো বোয়ালখালীর প্রত্যেক স্হানে মাইকিংয়ের মাধ্যমে সকলকে দাওয়াত দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তার এই দাওয়াত দেওয়ার সিস্টেম দেখে সকল মানুষ খুবই আনন্দিত হয়।
এই বিষয় জানতে চাইলে জনাব আজিজুল হক সাহেব বলেন শুধু কোটি কোটি টাকা থাকলেই এরকম অনুষ্ঠান করা সম্ভব নয় কারণ টাকা দিয়ে সব মূল্যায়ন করা যায় না এরকম অনুষ্ঠান করতে হলে সাহস আর মনের প্রশস্ততা প্রয়োজন