বিয়ের আনুষ্ঠানিকতা বাদ দিয়ে করোনা দূর্যোগে অসহায়দের পাশে দাড়ালো হেলাল দম্পতি

কায়সার হামিদ মানিক,উখিয়াঃ
করোনার এই ডামাডোলে বিয়ের আনুষ্ঠানিকতা বাদ দিয়ে অসহায়দের সাহার্য্যে উল্টো বিশাল অংকের টাকা অনুদান দিলেন উখিয়ার নবদম্পতি। তারা হলেন উখিয়া কুতুপালং এলাকার বখতিয়ার উদ্দীন মেম্বারের ছেলে হেলাল উদ্দীন ও রাজাপালং ইউনিয়নের ডিগলিয়াপালং এলাকার আবদুর রহিমের মেয়ে উম্মে সালমা। গত ২৭ মার্চ তাদের বিয়ের আনুষ্ঠানিকতা ছিলো। করোনার কারণে তা বাতিল হয়েছে।

জানা গেছে, করোনা দূর্যোগে যারা কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে তাদের জন্য ৫০ হাজার টাকা অনুদান দিলেন এই নবদম্পতি।
এ বিষয়ে জানতে চাইলে দুটি ফান্ডে এই টাকা দিয়েছেন জানিয়েছেন বলে হেলাল উদ্দিন। তিনি এও বলেন, রাজাপালং ইউনিয়নের ডিগলিয়াপালং এলাকার আবদুর রহিমের মেয়ে উম্মে সালমার সাথে তাঁর বিয়ের নির্ধারিত ২৭ মার্চ ছিল।

উখিয়ার পালং গার্ডেনে এই আয়োজন হওয়ার কথা। দাওয়াত ছিলো ১ হাজার ৫শ অতিথির। এর মধ্যে করোনাভাইরাস এর কারণে গণজমায়েত নিষিদ্ধ এবং লকডাউন হওয়ায় হেলাল উদ্দীন তার বিয়ের আনুষ্ঠানিকতা বাতিল করেছেন। তবে পরিবারের দুয়েকজন সদস্যদের উপস্থিতিতে আকদ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে বড় পরিসরে বৌভাত অনুষ্ঠান করা হবে বলেও জানিয়েছেন হেলাল উদ্দিন।

এ প্রসঙ্গে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেন জানান, নিম্নআয়ের মানুষকে সহায়তা দিতে গঠিত সামাজিক উদ্যোগ করোনা সহায়তা তহবিলে হেলাল-সালমা নবদম্পতি ৫০ হাজার টাকার অনুদান দিয়ে সহায়তা করেছেন। এটি একটি ভাল উদ্যোগ, তাদের মতো সকলকে হতদরিদ্র মানুষের জন্য এগিয়ে আসা দরকার বলে মনে করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here