বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ এর দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ

 

নাঈম আহমেদ কফিল, সীতাকুণ্ডঃ
আজ ১লা ফেব্রুয়ারী দুপুর ১ টায় আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় কুমিরা ক্যাম্পাসের মেইন গেইট থেকে এ-ই বিক্ষোভ মিছিল করে আইআইইউসি ছাত্রলীগ। কিছু দিন আগে ইইই ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ডঃ শামীমুল হক এবং কুর’আনিক সাইন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ২য় সেমিস্টার ছাত্র আদনান এ-র উপর হামলার অভিযোগ উঠে ছাত্রলীগের উপর। গত ২৯ জানুয়ারী পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার পর ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিলে জরুরী সিন্ডিকেট বৈঠকের পর অনির্দিষ্ট কালের জন্য ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। একই দিন রাত ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিলে ছাত্ররা ঐ সময়ের মধ্যে ক্যাম্পাস ছেড়ে চলে যায়। হল ত্যাগের আগমুহূত্বে ছাত্রলীগ তাদের কার্যালয় ভাংচুরের অভিযোগ তুলে ওসমান হলের সামনে বিক্ষোভ করতে থাকে পরে কতৃপক্ষের আশ্বাসে তারা ক্যাম্পাস ত্যাগ করে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির রবিউল হাসানের সাথে কথা বল্লে তিনি জানান, উল্লেখ্য যে বিগত কিছুদিন আগে অনেকটা নাটকীয় কায়দায় বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় ক্লাস ও মাত্র চার ঘন্টার নোটিশে হল ত্যাগের নির্দেশ প্রদান করে প্রশাসন যা খুবই দুঃখজনক।

ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল সৌরভ বলেন বিশ্বিদ্যালয় প্রশাষনের এগুয়েমির কারনে আজকে বিশ্ববিদ্যালয় অচলবস্থা চলছে। আমরা এর দ্রুত সমাধান কামনা করি

ছাত্রলীগ নেতা জুবায়ের ইসলাম ডলার বলেন পিতা মুজিব আমাদের আবেগের স্থান, উনার ছবির উপর হামলা চরম ধৃষ্টতা। একটি দেশ বিরোধী চক্র সুদীর্ঘ সময় ধরে এই বিশ্ববিদ্যালয়কে পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যাবহার করেছেন, সেই সুনিদিষ্ট দেশ বিরোধী চক্র আবারো তাদের স্বরূপে ফিরে এসেছে‍। আমরা তাদের কে কোনরূপ ছাড় দিবো না।

শাহরিয়ার হামিদের নেতৃত্বে আব্দুল বিক্ষোভ মিছিলে জব্বার নাঈম, শফিউল, রবিউল, উচো মার্মা, ইথান,সাকিব, তুষার, আরমান, অপু, ফাহিম, ইসরাক, আনান, আবিদ সহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয় ক্লাস এবং হল বন্ধ থাকলেও আজ থেকে প্রশাসনিক কার্যালয় চালু রয়েছে। ভর্তি কার্যক্রম স্বাভাবিক থাকবে। বিশ্ববিদ্যালয় কখন চালু হবে তা নোটিশের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর যে কোন ঘটনা মোকাবেলার জন্য জন্য বিশ্ববিদ্যালয় পুলিশ মোতায়েন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here