নিউজ ডেস্ক, চট্টগ্রাম ট্রিবিউন:
বিশ্বনবী (দ:) কে নিয়ে ভারতের বিজেপি নেত্রী নুপুর শর্মা এবং নভীন জিন্দাল কর্তৃক কটুক্তির প্রতিবাদে নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। সকালে নগরীর বালুছড়া থেকে এই মিছিল শুরু হয়ে অক্সিজেন মোড় ঘুরে পূণরায় বালুছড়ায় এসে সম্পন্ন হয়। উক্ত মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে প্রতিনিধিত্ব করে শাহেদ, মাহিন, নাজিম, রাব্বি, সিয়াম সহ আরো অনেকে।