বিরোধ জেরে হালিশহরে ঘর থেকে ডেকে নিয়ে খুন

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চাচাতো ভাইদের সঙ্গে বিরোধের জেরে মো. জামাল (৩৬) নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে।বুধবার ভোর রাতে চট্টগ্রামের হালিশহর থানার বউবাজার বড়পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। খুনের ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ।নিহত মো. জামাল হালিশহর রামপুরা এলাকার আমীর আহমেদের ছেলে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বুধবার ভোরে হালিশহর থানার বউবাজার বড়পুকুর পাড় এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে জামালকে খুন করা হয়। জামালের সঙ্গে তার চাচাতো ভাই দুলাল, রাজীব ও শিপনের বিরোধ ছিল।তিনি আরও বলেন জামালের পরিবারের সদস্যরা জানিয়েছেন তিন চাচাতো ভাই ও তাদের সহযোগীরা গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে জামালকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জামাল হত্যায় জড়িত থাকার অভিযোগে ইকবাল ও ইসমাইল নামে জামালের দুই আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here