বায়েজিদে গাঁজাসহ গ্রেফতার ২

আব্দুল করিম, চট্টগ্রামঃ
নগরের বায়েজিদ বোস্তামীর আকবরটিলা সোহাগ কলোনি থেকে নাছিমা বেগম প্রকাশ রত্না (৫০) ও মো. ইকবাল (৪০) নামে দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতার নাছিমা বায়েজিদ বোস্তামীর পূর্বাঞ্চল সমবায় হাউজিং সোসাইটির মৃত সাইফুল ইসলামের স্ত্রী এবং ইকবাল বাগেরহাট মেহেদীগঞ্জের শেখ বাড়ির জলিল শেখের ছেলে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়।র‌্যাব জানায়, ইকবালের ভাড়াকৃত বসতঘরে মাদকব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় র্যা বের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নাছিমা বেগম প্রকাশ রত্না ও মো. ইকবালকে গ্রেফতার করে।

পরে তাদের তল্লাশি করলে নাছিমার কাছ থেকে এক কেজি ও ইকবালের কাছ থেকে ৭শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকার মাদকব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত গাঁজা বায়েজিদ বোস্তামী থানায় জমা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here