আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্রগ্রাম নগরের বায়েজিদ থেকে ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আমিন কলোনী মাঠের পাশে টেক্সটাইল ইনস্টিটিউট গেটের সামনে থেকে তাদের আটক করা হয়।আটক মাদকব্যবসায়ীরা হলো- মো. আলাউদ্দিন (৩০) ও মো. আবু নাছের চৌধুরী ওরফে বাদল (৫৮)।
বায়েজিদ থানার উপপরিদর্শক গোলাম মো. নাসিম হোসেন জানান গোপন সংবাদ পেয়ে আলাউদ্দিন ও নাছেরকে আটক করি। এসময় তাদের কাছে ৬শ’ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।