নাজমুল হাসান,
কোভিড-১৯ মহামারি এই ভাইরাসে বাংলাদেশে চলছে লকডাউন এতে সকলের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন দিশারী ওয়েলফেয়ার ফাউন্ডেশন টিম ক্ষুদ্র প্রচেষ্টায় মানুষের পাশে উপহার দিয়ে পাশে দাড়াঁনোর আপ্রাণ চেষ্টা চলমান আছে। একজন একজন করে প্রায় কয়েকটি পরিবারকে বাসায় গিয়ে গিয়ে উপহার দিয়ে আসছে দিশারী ওয়েলফেয়ার ফাউন্ডেশন টিম। দেশের এই ক্লান্তিলগ্নে আপনার তৌফিক অনুযায়ী আপনার প্রতিবেশীকে উপহারের মাধ্যমে পাশে থাকুন।আমরা কোভিড-১৯ তে দিশারী ওয়েলফেয়ার ফাউন্ডেশন টিম মাক্স,দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ,স্প্রে ও সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচি পালন করেছি।
দিশারী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এডমিন ইমাম হোসেন বলেন, “মানুষের এই দুঃসময়ে সহযোগিতা করুন দয়া করে সহযোগিতার সময় ছবি তুলবেন না হ্যাঁ আপনার কাজের ছবি তুলতে পারেন গ্রহীতার নই।কেননা আমাদের সকলের শারীরিক শক্তি আছে কিন্তু লকডাউন আইন মেনে চলতে সাময়িক অভাব এই অভাবে সকলে পাশে থাকুন তাহলে লকডাউন আইন মেনে চললে আমাদের দেশে করোনা থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ।”
প্লিজ বাসায় থাকুন নিরাপদ থাকুন কোভিড-১৯ যুদ্ধে ইনশাআল্লাহ বাংলাদেশ জয়যুক্ত হবে এতে সকলে বাসায় থাকুন।
উক্ত মহতী কাজে উপস্থিত ছিলেন এডমিন ইমাম হোসেন,কাইয়ুম ইসলাম,নাজমুল হাসান শান্ত, আবু কাউছার প্রমুখ।