বাসায় থেকে নামাজ পড়ার নির্দেশনা

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
প্রাণঘাতি করোনাভাইরাস (কভিড-১৯) বিস্তার রোধে সর্বসাধারণকে ইবাদত ও উপাসনা নিজ নিজ ঘরে পালনের নির্দেশ দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। এই নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মার্চ ইসলামিক ফাউন্ডেশনের ডাকে দেশের শীর্ষস্থানীয় আলেমরা মিলিত হয়ে মসজিদে মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখার বিষয়ে সর্বসম্মত আহ্বান জানিয়েছিলেন।

মসজিদে জামায়াত চালু রাখার প্রয়োজনে সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জেম ও খাদেম মিলে ৫ ওয়াক্তের নামাজে অনধিক ৫ জন এবং জুমার জামায়াতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। জনস্বার্থে বাহিরের মুসল্লি মসজিদের ভেতরে জামায়াতে অংশগ্রহন করতে পারবেন না।

করোনাভাইরাস সংক্রমন রোধকল্পে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মোয়াজ্জেম ও খাদেমগন ব্যাতিত অন্য সকল মুসল্লিকে নিজ নিজ বাসায় নামাজ আদায় ও জুমার জামাত আদায়ের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় সারা দেশে কোথাও ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, তাবলিগ তালিম বা মিলাদ মাহফিলের আয়োজন করা যাবে না। সবাই ব্যক্তিগতভাবে তিলওয়াত, জিকির, ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির প্রার্থনা করবেন। অন্যান্য ধর্মের অনুসারীরাও এ সময় কোনো ধর্মীয় বা সামাজিক আচার-অনুষ্ঠানের জন্য সমবেত হতে পারবেন না।

সব ধর্মের মূল নীতির আলোকে এবং জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এই নির্দেশনা জারি করা হলো জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে অনুরোধ জানানো হল। কোন প্রতিষ্ঠানে সরকারি নির্দেশে লংঘিত হলে প্রশাসন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here