বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বাফুফে অনুমোদন পেল দক্ষিণ চট্টলার কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমী!

আপডেট:

ফারহান উদ্দীন (সোহাগ), কর্ণফুলী প্রতিনিধি:
আজ ২৯’ই নভেম্বর ২০ইং (রোজ-রবিবার) বিকেলে ঢাকাস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তা ঘোষণা করা হয়।

এসময় আতাউর রহমান মানিক (সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের & চেয়ারম্যান, ফুটবল ডেভেলপমেন্ট কমিটি) এর কাছ থেকে এই নিবন্ধন পত্র গ্রহন করেন কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল-একাডেমি’র সভাপতি এমএ রহিম, সাধারণ সম্পাদক ফারহান জিতু, সাথে উপস্থিত ছিলেন আবু নাঈম সোহাগ (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন) এবং আরো উপস্থিত ছিলেন থমাস স্মলি, পারভেজ বাবু, সায়িম।

বিজ্ঞাপন

এসময় কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল-একাডেমি’র সভাপতি এমএ রহিম-
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল-একাডেমীর সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা প্রকাশ করেন এবং সেই সাথে এই ক্রীড়া সংস্থা থেকে যেন বিশ্বমানের ফুটবলার তৈরি হয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারে সেই লক্ষ্যেই কাজ করে যাবে বলে জানান।

রেজিষ্ট্রেশন নং:
(BNA/0032/AAS-20ফিফা, এ এফ সি)
কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল-একাডেমী।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত