আব্দুল কাইয়ুম, চট্টগ্রাম:
বাকলিয়া থানা পুলিশের বিশেষ অভিযান ও গ্রেফতারে চট্টগ্রাম মহানগর উত্তর শাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আ স ম রায়হান ও সেক্রেটারী হাসান ইলাহী।
যৌথ প্রতিবাদ বার্তায় শিবির নেতৃবৃন্দ বলেন,আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে রাতের আঁধারে বিনা উষ্কানিতে লেলিয়ে দিয়ে সাধারণ ছাত্রদের বাসায় তল্লাশীর নামে জিহাদি বই, লাঠি,ককটেল ও বোমা উদ্ধারের মিথ্যা বানোয়াট নাটক সাজিয়েছে। সম্প্রতি ভোলা জেলার হত্যাকান্ডকে অন্যদিকে প্রভাবিত করার জন্য পুলিশের এই বেআইনি আচরণ দেশের ছাত্রজনতাকে ক্ষুব্ধ করেছে। অবৈধ ক্ষমতা ধরে রাখতে বাকশালী কায়দায় ভিন্নমত দমনের অপচেষ্টার অংশ হিসেবে নিয়মিত তান্ডব চালাচ্ছে সরকার ও পুলিশ।
নেতৃবৃন্দ বলেন, সাধারণ ছাত্রদের রাতের আধাঁরে হীন উদ্দেশ্যেই নাটক সাজানোর জন্যই এই অভিযান পরিচালনা করেছে। অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকারের আজ্ঞা পালন করতে গিয়ে পুলিশ দেশের স্বাভাবিক পরিবেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। ছাত্রশিবির দেশের প্রচলিত আইনের বিরোধী বা নিষিদ্ধ সংগঠন নয়।
আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশীর নামে এই জঘণ্য কর্মকান্ড বন্ধ করার জোর দাবী জানাচ্ছি। একই সাথে ছাত্রশিবিরের বিরুদ্ধে বেআইনি কর্মকান্ড বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি।