বাংলাদেশে মৌলবাদের কোনও জায়গা নেই: বিমান প্রতিমন্ত্রী
বক্তব্য রাখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী
বক্তব্য রাখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী
মৌলবাদ ও সন্ত্রাসবাদের প্রতি সরকার জিরো টলারেন্স-নীতি দেখিয়ে আসছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, ‘বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গিবাদের কোনও জায়গা নেই।’শুক্রবার (৩১ মে) মরিশাসের রাজধানী পোর্ট লুইসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ তার শিকড়ের গভীরে প্রোথিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গর্বিত। আধুনিক ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বিশ্বাস করে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, আধুনিকতার প্রতি আগ্রহ ও প্রজ্ঞার সমন্বয়েই শান্তি ও সমৃদ্ধি আনা সম্ভব। যা আমাদের সংস্কৃতির গভীরে প্রোথিত।’
বাংলাদেশ ও মরিশাসের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে আশা প্রকাশ করে মাহবুব আলী বলেন, ‘উভয় দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক, পর্যটন ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মরিশাসের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আইভান লেসলি কোলেন ডাভেলু, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী নান্দকুমার, পর্যটনমন্ত্রী অনিল কুমার সিং গায়ান, সাবেক উপ রাষ্ট্রপতি আবদুল রউফ বান্দুন প্রমুখ।