সোমবার, আগস্ট ১৮, ২০২৫

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পটিয়া উপজেলা শাখার পদযাত্রা অনুষ্ঠিত

আপডেট:

সুবর্ণ দীপ্ত দাশ,
“দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বাম বিকল্প গড়ো” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), পটিয়া উপজেলা শাখার পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পদযাত্রাটি পটিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়, পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দেওয়া কেন্দ্রীয় সহ-সভাপতি মিনারে শেষ হয়। পদযাত্রভ শেষে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। ঐ পথসভায় সিপিবি পটিয়া উপজেলার সভাপতি কমরেড পুলক কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আবদুল নবী, পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক শওকত আলী, আরো বক্তব্য রাখেন কমরেড স্বপন দত্ত, কমরেড রেজাউল কবীর, কমরেড প্রকৌশলী এনামুল হক মনজু, কমরেড অলক দাশ, যুবনেতা সনত বড়ুয়া, সুবীর দাশ, বাবলা বড়ুয়া, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম, সুবর্ণ দীপ্ত দাশ প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তব্যে বাংলাদেশে বর্তমানে পেঁয়াজ, তেল-গ্যাস-বিদ্যুৎ সহ সকল দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি , উন্নয়নের নামে মহা লুঠপাট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি সহ সকল অসঙ্গতির বিরুদ্ধে বক্তারা তাদের দাবী তুলে ধরেন এবং তা সমাধানের আহবান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত