বাঁশখালী পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া সিএনজিসহ হাতেনাতে গ্রেপ্তার -২

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া ২টি সিএনজি সহ ২ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

বাঁশখালী থানা সূত্রে জানা যায় বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর ২০১৯) রাত্রে বাঁশখালী অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার এর দিকনির্দেশনায় এস আই ( নিঃ) নাজমুল হক ও তার সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে ২ জম সিএনজি ছিনতাইকারী কে চুরি হওয়া ২ টি সিএনজি সহ গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার কৃত ২ আসামিরা হলেন বাঁশখালী দক্ষিণ জলদি সামশুল আলমের পুত্র আবদুল হামিদ ও চাঁদগাঁও থানার নিয়ামত আলী ৯ নং ওয়ার্ড়ের গোলাপের দোকান এলাকার মৃত জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ জাহেদ।

এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার বলেন,

উদ্ধার করা সিএনজি ২টি থানা হেফাজতে জব্দ ও ছিনতাইকারী আসামি ২ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here