রবিবার, আগস্ট ১৭, ২০২৫

বাঁশখালীর গুণাগরীতে অবৈধ দোকান উচ্ছেদ!

আপডেট:

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে ভূমি অফিসের জায়গা জবরদখল করে গড়ে উঠা অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৪ জুলাই)উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি জায়গাতে অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।ইউনিয়ন ভূমি অফিসের জায়গা দখল করে গড়ে উঠা ছয়টি মুরগীর দোকান ও মুদির দোকান, চায়ের দোকান, পানের ও মাছের দোকানসহ অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ভূমি অফিসের জায়গায় বাজার ইজারা দেওয়া হয়নি।

ভূমি অফিসের জায়গা দখল করার কোন সুযোগ নেই। পূর্বের ন্যায় বাজার যতটুকু ছিল তাতে বাজার বসবে। ভূমি অফিসের সামনে প্রধান সড়ক দখল করে গড়ে উঠা ফলের দোকানগুলো নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য বলেন। পরবর্তীতে ভূমি অফিসের জাগায় দখল করে দোকান নির্মাণ ও গাড়ী পার্কিং করলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন- বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এড. আ.ন.ম শাহাদত আলম ও সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, গুনাগরি ভূমি অফিসের জায়গা দখল করে অর্ধশতাধিক দোকান নির্মাণ করে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে টাকার বিনিময়ে দখল বিক্রি করেন কথিত ইজারাদার। অস্থায়ী গুনাগরী বাজার ২০২১-২০২২ সালের ইজারাদার কর্তৃক নতুন করে ভূমি অফিসের জায়গা দখল করে নির্মাণ করা হয় ওই দোকানগুলি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত