সোমবার, আগস্ট ১৮, ২০২৫

বাঁশখালীর কালীপুরে আতাউর রহমান ও মুফিজুর রহমান চৌধুরীর স্বরণ সভা অনুষ্ঠিত

আপডেট:

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ
এডভোকেট আতাউর রহমানের ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুফিজুর রহমান চৌধুরীর অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার( ৩০ নভেম্বর ) বিকালে
কালীপুর রজনী গন্ধা কমিউনিটি সেন্টারস্থ কালীপুর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে চট্রগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক বাঁশখালী ডিগ্রি কলেজের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমানের ও কালীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুফিজুর রহমান চৌধুরীর অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল কালীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেদার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী (এম পি)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন চৌধুরী খোকা, দপ্তর সম্পাদক বাবু শ্যামল দাশ, প্রচার সম্পাদক সরওয়ার কামাল, উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদত আলম, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক,গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার শামসুল আলম,সরল ইউনিয়ন আওয়ামীগের সভাপতি রশিদ আহমদ চৌধুরী, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, সাধনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমানউল্লাহ, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক নিলকন্ঠ দাশ, যুগ্ন আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোসাইন,মিশু চৌধুরী,পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদুল্লাহ, বাঁশখালী উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি মাও:আকতার হোছাইন, জেলা ছাত্রলীগ নেতা নাইমুলহক মাহফুজ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরুল হক ফাহিমসহ বিভিন্ন ইউনিয়নআওয়ামীলীগ, যুবলীগ, ওলামালীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত