মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
১লা ফেব্রুয়ারী ২১ ইং-(সোমবার)বাঁশখালী থানা পুলিশ উপজেলার পুঁইছড়ি ইউপিস্থ বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের পুটখালী ব্রীজের দক্ষিণ পৃথক অভিযান চালিয়ে দুই মহিলাসহ ৩ ইয়াবা ট্যাবলেট পাচারকারীক আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলো- কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন আমতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কবির আহমদের পুত্র নুরুল আলম (৪০) এবং একুই জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নবী হোসেন এর স্ত্রী আয়েশা বেগম (৩৫) ও ওই ইউনিয়নের পশ্চিম মহেশখালী পাড়ার ৯ নং ওয়ার্ডের কবির আহমদের স্ত্রী মন্তাজ বেগম (৪৬)।
বাঁশখালী থানা পুলিশ এস আই নাজমুল হক বলেন,(সোমবার) বিকেল ৩টা ৪৫ মিনিটের সময় বাঁশখালী থানা পুলিশ এস আই দীপক কুমার সিংহ সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে উপজেলাধীন পুঁইছড়ি ইউপিস্থ বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের পুটখালী ব্রীজের দক্ষিণ পার্শ্বে রাস্তা থেকে ২,০০০(দুই হাজার)পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন আমতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সৈয়দ আহমদ এর পুত্র নুরুল আলম (৪০)কে এবং বিকেল ৪:৫০ ঘটিকার সময় একুই জেলার টেকনাফ থানাধীন নয়া বাজার গ্রামের হোয়াইক্যং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের নবী হোসেন এর স্ত্রী আয়েশা বেগম (৩৫) দুই হাজার পিস ইয়াবা আসামিকে ও একুই ইউনিয়নের পশ্চিম মহেশখালী পাড়ার ৯ নং ওয়ার্ডের কবির আহমদের স্ত্রী মন্তাজ বেগম(৪৬)কে পুটখালী ব্রীজের দক্ষিণ পার্শ্বে রাস্তায পৃথক অভিযান চালিয়ে আটক করেছে।
এব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।