সোমবার, আগস্ট ১৮, ২০২৫

বাঁশখালীতে স্বাস্থ্য বিধি লঙ্ঘনে ২৩ মামলা ও ৩হাজার ৯শ’ টাকা জরিমানা

আপডেট:

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে স্বাস্থ্য বিধি লঙ্ঘনের অপরাধে ২৩ মামলা ৩ হাজার ৯শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বিজ্ঞাপন

ঐস্যিক মহামারী “করোনা ভাইরাস” সংক্রমণ দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, স্বাস্থ্য ঝুঁকির সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে (সোমবার) থেকে সারাদেশে (লকডাউন) ঘোষণা করা হয়।

তারই ধারাবাহিকতায় বাঁশখালীতেও চলছে লকডাউন। দ্বিতীয় বারের মতো করোনার নতুন সংক্রমণ মোকাবেলায় সরকারের ঘোষণানুযায়ী জনসচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ, (সোমবার) দুপুরে উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে স্বাস্থ্য বিধি না মানায়,করোনা শংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪ (২) ধারা মোতাবেক ২৩ টি মামলা ও জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ৩৯ জন ব্যক্তিকে ৩ হাজার ৯ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক বিহীন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ সহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সতর্কতা অবলম্বন করার আহ্বানও জানান নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত