সোমবার, আগস্ট ১৮, ২০২৫

বাঁশখালীতে মা-ছেলে ইয়াবাসহ আটক

আপডেট:

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে মা- ছেলেকে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ি ইউপিস্থ ফুটখালী ব্রীজ এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে দুই হাজার আটশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন বড়ইতলী এলাকার আলী আকবরের স্ত্রী জোহরা বেগম (৪৮) এবং তার ছেলে মোহাম্মদ রাসেল (২০)

বিজ্ঞাপন

এব্যাপারে বাঁশখালী থানা(সেকেন্ড অফিসার) এস আই নাজমুল হক বলেন,অটোরিকশায় করে বাঁশখালীর দিকে আসাকালে মা- ছেলেসহ দুইজনকে আটক করে পুলিশ,এসময় তাদের কাছ থেকে (দুই হাজার, আটশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার বাঁশখালী থানার পুলিশ উপপরিদর্শক(এসআই) আতিকুল ইসলাম বলেন, আটক দুজন অটোরিকশায় করে বাঁশখালীর দিকে আসছিল। তাদেরকে তল্লাশি করে এসব ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে যুক্ত রয়েছে বলেও জানান আতিকুল।
আটকদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত