শনিবার, আগস্ট ১৬, ২০২৫

বাঁশখালীতে পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ আটক ১০জন!

আপডেট:

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে “চার হাজার আটশ পিস” ইয়াবা ট্যাবলেট ও ২টি দেশীয় তৈরি অস্ত্র(এলজি)সহ অন্তত ১০ আসামিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে বাঁশখালী থানা পুলিশ এস আই দীপক কুমার সিংহ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পুঁইছড়ি ইউপির ৫ নং ওয়ার্ড এলাকার মৃত্যু হাবিব উল্লাহ’র পুত্র নুরুল হুদা প্রকাশ পুইন্যা(৫০) কে তার বসতঘর থেকে দুটি এলজিসহ আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় এস আই মং থোয়াই হ্লা চাকমা সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং (জি-৫ ব্লক)’র মৃত্যু মুহাম্মদ শফির মেয়ে লায়লা বেগম(৫০), চকরিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ডের পুক পুকুরিয়া বড়পাড় এলাকার আব্দুল খালেক এর ছেলে মুহাম্মদ শফিকুল(২৬),উখিয়া থানার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১৮ নং ক্যাম্প-(কে-১২ ব্লক)’র সৈয়দুর ছেলে আহমদ হোসাইন(১৯) কে আটক করেন।আটকদের কাছ থেকে “চার হাজার আটশ”পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।আটকদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করা হয়।

তাছাড়া অভিযান চলাকালে বাঁশখালী উপজেলার চাম্বল ইউপি’র পশ্চিম চাম্বল এলাকার মৃত্যু আমির আলীর পুত্র মুহাম্মদ শফিক,পুঁইছড়ির ৬ নং ওয়ার্ড এলাকার মৃত্যু হাবিব উল্যাহর পুত্র নুরুল হুদা,শেখেরখীল ইউনিয়নের মাইজপাড়া এলাকার নুরুল আলমের পুত্র মোঃ শাহেদ,বাহারচড়া ইউপির মধ্যম ইলশা গ্রামের বিপন দাশের পুত্র রাখাল দাশ,এবং মৃত্যু দেবেন্দ্র দাশের পুত্র বিপন দাশ এবং শেখেরখীল ইউনিনের ৭ নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মৃত্যু ছিদ্দিক আহমদ এর পুত্র নুরুল আলমকে পরোয়ানাভূক্ত থাকায় তাদের আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আটকের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন,বুধবার ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে”চার হাজার আটশ পিস” ইয়াবা ট্যাবলেট ও ২টি দেশীয় তৈরি অস্ত্র(এলজি) সহ চারজনকে আটক করেছে পুলিশ।

এসময় পরোয়ানাভুক্ত থাকায় আরো অন্তত ৬ জনকে আটক করেছে পুলিশ।
আটকদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত