মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ
চট্রগ্রামের বাঁশখালীতে বিশ্ব নদী দিবস- ২০১৯ উপলক্ষ্যে নদী বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানে নদী-নালা, খাল-বিল অবৈধ দখলমুক্ত করার দাবিতে নোঙর সংগঠনের উদ্যেগে বাঁশখালী উপজেলা চত্বরে আজ ২১ শে সেপ্টেম্বর মানববন্ধন অনুষ্টিত হয়েছে। আজ দুপুর ১১ ঘটিকার সময় স্থানীয় সাধারন জনগন ও নোঙর সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্টিত হয়।
নোঙর সংগঠনের উদ্যেগে আয়োজিত মানববন্ধনে উপস্থিতি ছিলেন, নোঙর সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি আব্দুল আলিম (গিয়াস), কর্নফুলী টেলিভিশন এর প্রতিষ্টাতা পরিচালক এম আর তাওহীদ, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ শোয়াইব শিকদার ও স্থানীয় জনতার মধ্যে উপস্থিত ছিলেন কৃষক, শ্রমিক সহ আরো অনেকে।
মানববন্ধনে নোঙর সংগঠনের চট্রগ্রাম জেলার সভাপতি আব্দুল আলিম (গিয়াস) বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এদেশে নদী দখল ও সরকারী খাস জায়গা দখল করে জীবীকা নির্বাহ করে আসছে অনেক প্রভাবশালীরা। প্রভাবশালীদের সাথে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সুসম্পর্ক থাকায় তাদের কেউ বাধা দেওয়ার সাহস করে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুরো দেশব্যাপী নদী দখলকারী ৪৭ হাজার ব্যাক্তির তালিকা করেছেন তার মধ্যে চট্টগ্রামে রয়েছে প্রায় ১৮ হাজার, এসব নদী দখলকারীদের বিরুদ্ধে শীঘ্রই ব্যাবস্থা এবং অবৈধ দখলকৃত জায়গাগুলোতে অবস্থিত ঘর-বাড়ী, ব্যাবসায়িক প্রতিষ্টান উচ্ছেদ করার আহ্বান জানান। এতে অন্যান্যরা দ্রুত নদী দখলমুক্ত করে দখলকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।