বিশেষ প্রতিবেদকঃ
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে বন্দরনগরী চট্টগ্রাম। নানা রঙের বাতিতে আলোকসজ্জায় সজ্জিত হচ্ছে সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান।
রোববার (১০ নভেম্বর) আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হবে৷ এশিয়ার বৃহত্তম এই জুলুসে প্রায় ৬০ লক্ষাধিক লোকের সমাগম হবে বলে জানা গেছে।
এ উপলক্ষে বুধবার (৬ অক্টোবর) রবিউল আউয়াল মাসের ১ তারিখ থেকে নগরের মূল ও অলিগলির সড়কে ব্যানার, ফেস্টুন, কালেমাখচিত সবুজ পতাকাসহ নানা উপকরণে আলোকসজ্জা শুরু করেছে। সড়ক, আইল্যাণ্ড, উড়ালসেতু, পিলারসহ বিভিন্ন স্থানে করা রঙের আলোকসজ্জা। চোখ ধাঁধানো বর্ণিল আলোকসজ্জায় সন্ধ্যায় নগরীর সড়কগুলো নানা রঙের আলোয় আলোকিত হয়ে ওঠে।