বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি’র উদ্যোগে সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত

আনোয়ারা, প্রতিনিধিঃ
আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) ও ওরশে গাউছে পাক (রহ:) উদযাপন উপলক্ষে ১১তম বিশাল সুন্নি কনফারেন্স সংগঠনের সভাপতি নুরুল হক আমিরী সভাপতিত্বে প্রস্তাবিত মরহুম আখতারুজ্জামান চৌধুরী মিনি স্টেডিয়ামে মহাসমারোহে অনুষ্টিত হয়।

উক্ত সুন্নি কনফারন্সে উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিস্ট বখতিয়ার পাড়া শাহী আকবরী জামে মসজিদের খতিব মাওলানা কাজী মুহাম্মদ জাফর

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিস্ট মিডিয়া ব্যাক্তিত্ব ড.কফিল উদ্দীন সরকার ছালেহী -অধ্যক্ষ -নেছারিয়া কামিল মাদ্রাসা-ঢাকা
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪নং বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ,২নং বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আলহাজ্ব এম এ কাইয়ুম শাহ ,

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিস্ট মিডিয়া ব্যাক্তিত্ব মাওলানা বদরুজ্জামান রিয়াদ, মুয়াদ্দিস -দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা -ঢাকা , বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা কাজী আবদুল হান্নান, মাওলানা ওসমান গনি, মাওলানা আবদুর রহিম জিলানী ,মাওলানা মনজুর আলম , ,মাওলানা মোবারক আলী ,মাওলানা সোলয়মান আনোয়ারী ,মাওলানা ইব্রাহিম ,মাওলানা মোজাহেরুল ইসলাম ,মাওলানা লোকমান হাকিম হেলালী সহ প্রমুখ

বক্তারা তাদের বক্তব্য বলেন রাসুল (স:) পৃথিবীতে আগমন মুসলীম জাহানের জন্য কল্যাণকর ও খুশির। এই খুশি উদযাপনই হলো ঈদে মিলাদুন্নবী।
আল্লাহতায়ালা তার প্রিয় বন্ধুকে বিশ্ব শান্তির দূত হিসেবে এই দিনে পৃথিবীতে পাঠিয়েছিলেন। বক্তারা তাদের বক্তব্য রাসুল( স:) এর আদর্শে জীবন গড়ার তাগিদ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here