সোমবার, আগস্ট ১৮, ২০২৫

ফটিকছড়ি কোভিট-১৯ বিশেষায়িত হাসপাতালে অনুদান দিল ভূজপুর প্রবাসী যুব সংস্থা

আপডেট:

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
ফটিকছড়িতে স্থাপিত হচ্ছে কোভিট-১৯ বিশেষায়িত হাসপাতাল। মানবিকতায় ফটিকছড়িবাসীর স্বপ্ন পূরণ হওয়ার দিনক্ষণ এগিয়ে আসছে। আর মাত্র ৩দিন পরেই উদ্ভোধন হতে চলেছে ফটিকছড়ি কোভিট -১৯ বিশেষায়িত হাসপাতাল। আগামি ২৭জুলাই উদ্ভোধন হবে এ হাসপাতালটি এবং আগস্ট মাসের শুরুর দিকে শুরু হবে ভর্তি কার্যক্রম।

শীততাপ নিয়ন্ত্রিত এবং অত্যাধুনিক মানসম্পন্ন হাসপাতালটি গড়ার জন্য এগিয়ে এসেছে, শিল্পপতি, রাজনীতিবীদ, বিভিন্ন ধর্মীয়, সামাজিক সংগঠন, শিক্ষার্থীরা সহ ছোট বড় সকলেই। তারই ধারাবাহিকতায় এবার ৫১১১১ (একান্ন হাজার একশত এগার) টাকা অনুদান প্রদান করেছে ভূজপুর প্রবাসী যুব সংস্থা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিনের নিকট এ টাকা হস্তান্তর করেন সংস্থাটির সদস্যবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, ভূজপুর প্রবাসী যুব সংস্থার সভাপতি মো আলমগীর(মেম্বার), প্রস্তাবিত উপদেষ্টা এডভোকেট আইয়ুব, বাবু সজল বড়ুয়া, মো দিদারুল আলম বকুল, মোঃ লোকমান হোসেন, এডভোকেট মঈন উদ্দীন, যুগ্ন-সাধারন সম্পাদক মো জানে আলম, কার্য নির্বাহী সদস্য নুরুল আলম,গুরা মিয়া, মো ওসমান, মো জামাল উদ্দীন,মো মফিজ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল ভূইয়া। কার্যকরী সদস্য, মো লোকমান, মো তসলিম সাংবাদিক মোঃ ইসমাইল, মোঃ গিয়াস উদ্দীন, মোঃ জাহেদ,মোঃ আবু।

বিজ্ঞাপন

উপস্থিত সদস্যরা বলেন, বাংলাদেশে এ প্রথম এভাবে নিজেদের টাকায় করোনা হাসপাতাল স্থাপন হচ্ছে। আমাদের এটা ভেবেই আনন্দ হয় যে আমরা একটা করোনা বিশেষায়িত হাসপাতাল সবার সহযোগিতায় গড়ে তুলতে পেরেছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ফটিকছড়িবাসী এবং সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়বসহ স্বপ্নদ্রষ্টা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিনের প্রতি। আমরা ভূজপুর প্রবাসী যুব সংস্থা কোভিট-১৯ বিশেষায়িত হাসপাতালের জন্য ৫১১১১ টাকা অনুদান প্রদান করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা এমন মানবিক কাজে এগিয়ে আসব এ আশা রাখছি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত