মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

ফটিকছড়ি করোনা বিশেষায়িত হাসপাতালে এক প্রবাসী যুবকের সহায়তা

আপডেট:

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
দিনকেদিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে ফটিকছড়ি জনগণের সু-চিকিৎসার কথা বিবেচনা করে করােনা আক্রান্ত রােগীদের জন্য ফটিকছড়ি পৌরসভাস্থ ২০ শয্যা হাসপাতালটিকে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) চেয়ারম্যান, চট্টগ্রাম -২(ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তবে প্রয়োজন কোটি টাকার। এ হাসপাতাল পরিচালনা করতে এক মাসে খরচ পড়বে ৩৫লক্ষ টাকা।

সমাজের বিত্তবান থেকে শুরু করে যে যেখান থেকে পারে সহযোগিতার আহ্বান জানিয়েছেন মাননীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ও উপজেলা প্রশাসন। এ হাসপাতাল রূপান্তরের সিন্ধান্তে প্রবাসীরাও উচ্ছাসিত হয়েছেন, এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মধ্যে উঠেছে প্রশংসার ঝড়। তারই ধারাবাহিকতায় প্রবাসী সাহেদ চৌধুরী তানিম নামের এক যুবক প্রয়োজনীয় উপকরণ ২০০ পিস সাবান, ৩০পিস হারপিক ও ৬টি বদনা সহ আরো প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহায়তা করেন। এবং ভবিষ্যতে সহায়তা অব্যহত রাখার অাশ্বাস দেন।

বিজ্ঞাপন

বুধবার (১০জুন) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিনের নিকট সাহেদ চৌধুরী তানিমের পক্ষে প্রয়োজনীয় উপকরণ গুলা হস্তান্তর করেন তার ছোট ভাই সায়েফ সুমন ও মুরাদ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত