মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
বিশ্বব্যাপী করোনা (কোভিট-১৯) মহামারী ভাইরাস মরণব্যাধি ভাইরাসে রুপ নিয়েছে। এ মহামারী থেকে রক্ষা পেতে বাংলাদেশে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যেগ একইসাথে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায় নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ হতে।
বৃহস্পতিবার (২রা এপ্রিল) রাত ১০টায় এক ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জনাব সায়েদুল আরেফিন যে নিয়মনীতি সমূহ ঘোষণা করেন তা হলোঃ
১.শুক্রবার(৩ এপ্রিল) থেকে বিকাল ৩ টার পর ঔষধের দোকান ব্যতিত সকল দোকান বন্ধ থাকবে।
২. উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতিত কেউ ত্রান বিতরণ করতে পারবে না।
৩.ত্রান বিতরণে কোন ভাবেই যেন যারা ভিজিডি বা ১০ টাকার চাল পান তারা যেন ত্রান না পান।
৪. ত্রান বিতরণ করতে হবে রাতের বেলা বাড়ি বাড়ি গিয়ে।
৫. বিকাল ৩ টার পর যাকেই বাইরে পাওয়া যাবে(বিশেষ জরুরী কাজ ব্যতিত) তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬. সাংবাদিক’রা প্রয়োজনে যেকোন সময় বের হতে পারবে কিন্তু সাথে অবশ্যই প্রেস কার্ড রাখতে হবে।
এ ব্যাপারে তিনি আরো বলেন, আমরা চাই না ফটিকছড়িবাসী ভবিষ্যতে কোন কঠিন দিনের সম্মুখীন হোক, দয়াকরে সবাই ঘরে থাকুন, অনুরোধ করছি আপনারা ঘরে থাকুন এবং সরকারী আদেশ মেনে চলুন।