মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

প্রধানমন্ত্রীর নিকট সন্দ্বীপ আওয়ামীলীগ নেতা শাহীন চেয়ারম্যানের খোলা চিঠি

আপডেট:

সন্দ্বীপ প্রতিনিধি,
প্রিয় নেত্রী আমি মোহাম্মদ মাকসুদুর রহমান খাঁন শাহীন প্রকাশ শাহীন চেয়ারম্যান। আমি চেয়ারম্যান সফলতার জন্য আনেক সম্মাননা পেয়েছি।মগধরা ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি ও সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সদস্য পদে থেকে দায়িত্ব পালান করি এর পর উপজেলা আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক ও আহবায়ক দায়িত্ব পালন করি। পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক এর দায়িত্ব পালান করি। এ দায়িত্ব পালন করতে গিয়ে ৮০ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত বি এন পি, জামাত ও জাতিয় পাটি কর্তৃক ২৯ টি মামলার আসামি হয়ে জেল জুলুম এর শিকার হয়েছি এমনকি দল ক্ষমতা থাকা অবস্থায় আমি ঢাকায় চিকিৎসাধিন থাকলে ও দুটি হত্যা মামলার আসামি হয়েছি আমার রাজনৈতিক সহযোদ্ধাদের সহ আমাদের আসামি হয়ার বিষয় তৎকালিন প্রশাসন কে জিজ্ঞাসা করলে তারা বলে উপরের নির্দেশে করতে হয়েছে মামলা গুলো এখন দ্রুত বিচার ট্রায়বুনাল এ চট্টগ্রাম আদালতে বিচারাধিন আছে এত কিছুর পরেও আমার প্রাণের সংগঠন বঙ্গবন্ধুর সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের হাল ছাড়িনি। বঙ্গকন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেখানে আছি সেখান থেকে কাজ করে যাচ্ছি। অথচ আওমীলীগ ক্ষমতায় সংগঠনের জন্য জীবন দিয়ে যুদ্ধ করে আমি এখন দেশ ছাড়া যাহা বি এন পি, জামাত এবং জাতিয় পাটি এর সময়ও হয় নাই। শুধু দলের শৃঙ্ক্ষলা রাখতে নিরবে দিন কাটাচ্ছি এমন কি সন্দ্বীপ এর প্রায় ২০০০ কর্মি আশ্রয়ীত সান্রাসি দারা দেশ ছাড়া, এমনকি দেশের ক্রান্তি কালে লকডাউনে থাকা অবস্থায় পরিবার পরিজন নিয়ে দুরঅবস্থায় থাকায় অভাব এর কারনে সন্দীপ এর জমি বিক্রয় করতে চাইলে বিশেষ মহল খরিদারের কাছে প্রতি শতকে ১০,০০০ টাকা চাঁদা দাবি করিলে খরিদার জমি ক্রয়ে অনিহা প্রকাশ করে, অতপর আমার ২১ একর মৎস খামার এর একটি অংশ ইজারা দাওয়ার প্রাস্তাব করিলে মগধরার ইব্রাহিম নামের এক ব্যক্তি নেয়ার সিদ্ধান্ত নেয় এ কথা শুনে মগধরা ৭ নাম্বার ওয়ার্ড এর সাবেক মেম্বার ও তার ভাই জাহাঙ্গীর তকে জীবননাশের হুমকি দেয়।

প্রিয় আপা মাননীয় প্রধান মন্ত্রী আমরা দল করে কি পাপ করেছি বা করছি? যদি পাপ করে থাকি তাহলে আমি সহ সন্দীপ এর দুইহাজার নেতাকর্মী দেশে না জাইতে পারায় মানবতর জীবন জাপন করাটা ঠিক আছে। আর যদি দল করে পাপ না হয়ে থাকে আশ্রিত সন্ত্রাসী এবং আশ্রয়দাতাকে তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আমার প্রানের দাবি রইলো।

বিজ্ঞাপন

আশির দশকের পরে আপনার নের্তিত্তে বাহাত্তরের সংবিধান উদ্ধার করা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করে শোনার বাংলা গড়ার যে নির্দেশনা দিয়েছিলেন তা পালন করতে গিয়ে অনেক ঝুকি নিয়েছি মামলা মোকদ্দমায় পরেছি এবং জেল খেটেছি। প্রিয় আপা এমতাবস্থায় আমরা এখন আশ্রয়হিন পরিবার নিয়ে মানবতর জীবন জাপন করছি এমতাবস্থায় উপরে আল্লাহ আর আপনি ছাড়া আশ্রয় দেওয়ার কে আছে?

সম্মান রেখে বলছি ব্যরিষ্টার সুমন ভাই বলেছিলেন আওয়ামীলীগ করে কেউ জমি বিক্রি করেছে আর কেউ দালান করেছে। জমি বিক্রয় করার মধ্যে আমি একজন এবং আরো বিক্রয় এর চেষ্টা করছি। সান্রাসিদের কারনে তা ও পারছি না তারা ক্রেতাদেত কাছ থেকে চাদা দাবি করছে গত আট বছর যাবত আমার মৎস খামার দখল করে আমার কয়েক কোটি টাকা ক্ষতি করেছে এবং করছে। দেশের এই দুর্দিনে করোনা ভাইরাসে এই লকডাউনে তৃনমূল নেতাকর্মীরা না খেয়ে জীবন জাপন করছে। প্রিয় আপা আপনি বাংলার মাটিতে যেন এক ইঞ্চি জাইগা খালি না থাকে তার ঘোষনা দিয়েছিলেন সে ক্ষেত্রে আমার মৎশ্য খামার সহ ষাট একর জাইগা বরগা চাষিরা নিতে সাহস পাচ্ছে না সন্ত্রাসীদের জন্য। উক্ত সন্ত্রাসী রা ইয়াবা ব্যাবসা, বালি উত্তলন এবং অস্র ব্যাবসার সাথে জড়িত দুদক এর মাধ্যমে তদন্ত করিলে এই অপকর্ম এর সত্যতা পাওয়া যাবে বলে আমি মনে করি। এই অপকর্ম এর প্রতিবাদ করতে গিয়ে আমি হামলার শিকার হই এবং শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হই প্রিয় আওয়ামী পরিবারের বন্ধুরা আমি আপনাদের সহযোগীতা চাচ্ছি নিতিগত ভাবে এর প্রতিবাদ করুন আন্যায়ের প্রতিবাদ না করলে উপজেলা আওয়ামীলীগ আন্ধকারে চলে যাওয়ার আশংকা আছে এইটা আমার নিজের মতামত।
আপনাদের কাছে এই আনুরোধ রেখে গেলাম।

বিজ্ঞাপন

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

মাকছুদুর রহমান খাঁন শাহীন
সাবেক নির্বাচিত ২ বারের ইউপি চেয়ারম্যান।
সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত