নিজস্ব প্রতিবেদকঃ
পুরো বিশ্বজুড়ে এখন একটি আতংকের নাম করোনা ভাইরাস। যার কোন প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি। একমাত্র সচেতনতায় পারে এর ভয়াল থাবা হতে বাংলাদেশ কে রক্ষা করতে। সরকারের পাশাপাশি প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রামভিত্তিকবিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এর মাধ্যমে এর প্রতিরোধ সম্ভব।
চট্টগ্রামের বাশখালী উপজেলার বৈলছড়ি-চেচুরিয়া গ্রামে অবস্থিত একটি সমাজসেবী সংগঠন “প্রত্যয় ক্লাব” এর উদ্যেগে এলাকায় বিভিন্ন করোনা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার প্রস্তুতি নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২৮ শে মার্চ উক্ত এলাকার সকল মন্দির গুলো ক্লাবের সদস্যদের দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং ২৯ শে মার্চ পুরো এলাকায় জীবানুনাশক ছিটানো হয়।এই সময় ক্লাবের সকল সদস্য বিভিন্ন সচেতনতামূলক পোষ্টার ও প্লেকার্ড নিয়ে সমাজের সকল মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে।
এ ব্যপারে ক্লাবটির সভাপতি রনি ধর বলেন, এরুপ বাংলাদেশের প্রতিটি এলাকাভিত্তিক যদি সমাজসেবী সংগঠন গুলো নিজ নিজ এলাকায় সচেতনতা সৃষ্টি করতে পারে তবে আমরা আশা করছি যে,করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা একটা শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারব।
ক্লাবের অর্থ সম্পাদক চন্দন দেব বলেন, গ্রামের সহজ সরল মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে না পারলে করোনা ভয়াবহ রুপ নিতে পারে, এজন্য সমাজের প্রত্যেক স্তরের মানুষকে করোনা প্রতিরোধে সচেতনতা তৈরির জন্য দায়ীত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ জানাই। এসময় ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিল।