চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
বরিশালে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের মামলার আসামি আনিস সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালাত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর জানান, ২০১৭ সালের ১০ মে জেলার গৌরনদীতে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে প্রতিবেশী আনিস সরদার। ঘটনার দু’দিন পর ১৩ মে ধর্ষিতার মা বাদী হয়ে স্থানীয় থানায় একটি ধর্ষণ মামলা করেন।