মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

পুলিশের আরো ১৫২ সদস্য করোনায় আক্রান্ত

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশের ১৫২ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে পুলিশের মোট ৪ হাজার ৫৩ সদস্য করোনা আক্রান্ত হলেন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১১৯ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

সুস্থ হওয়া অনেকেই কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উন্নত ও মানসম্মত চিকিৎসার কারণে সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

করোনা চিকিৎসায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ একটি বেসরকারি হাসপাতালও নেয়া হয়েছে। পুলিশ সদস্যদের সংক্রমণ ঝুঁকি কমাতে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের নির্দেশে নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭৫১ জন। মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫২২ জনে। মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৭৫৭৯ জন।

বিজ্ঞাপন

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৮৪ হাজারের বেশি। আর সুস্থ হয়েছেন ২৪ লাখ মানুষ।

©ইন্ডিপেন্ডেন্ট টিভি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত