বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

পিএইচপি কুরআনের আলোতে দক্ষিণ চট্টগ্রামে দারুত তাকওয়া মাদ্রাসার ১ম স্থান অর্জন

আপডেট:

আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রাম কক্সবাজার তথা দক্ষিণ চট্টগ্রামে পিএইচপি কুরআনের আলো হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন আনোয়ারা উপজেলার বটতলী জামাল মার্কেটস্থ মাদরাসা দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারিম এর হিফয বিভাগের ছাত্র হাফেজ ফখরুল মানিক ।

হাফেজ মোঃ মানিক চট্টগ্রাম ও দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার মধ্যে এক নাম্বার হয়ে ২০২১ সালে এনটিভি থেকে প্রচারিত পিএইচপি কুরআনের আলোর প্রতিযোগিতায় দেখা যাবে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারিমের পরিচালক হাফেজ মোঃ মুহিউদ্দীন জানান, আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ আমাদের মাদরাসা চট্টগ্রাম থেকে হিফজ প্রতিযোগিতায় এক নাম্বার বাছায় হয়ে বাংলাদেশে বহুল প্রচারিত এনটিভির পর্দায় পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় আগামী ২০২১ সালে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আমরা যেন বাংলাদেশে এক নাম্বার হতে পারি অতএব সকলের নিকট দোয়া কামনা করি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত