বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

পলাতক আসামী ইহ্লাচিং মারমা পুলিশের হাতে গ্রেপ্তার

আপডেট:

চাইথোয়াইমং মারমা স্টাফ রির্পোটার:
রাজস্থলী উপজেলা বাংগালহালিয়া ডাক বাংলা এলাকায় হতে ১৬ ইং তারিখে রোজ মংগলবার অত্র থানার এ এস আই মোঃ শাহজাহান সংগীয় ফোর্স সহ জি আর ২৬৯/১১ এর পলাতক আসামী ইহ্লাচিং মারমা (৩০)পিং- কালাইয়া মারমা সাং- বাংগালহালিয়া ডাকবাংলা পাড়া, থানা চন্দ্রঘোনা রাংগামাটি কে গ্রেফতার করেন।

চন্দ্রঘোনা থানায় ওসি ইকবাল হোসেন চৌধুরী প্রতিবেদককে জানান,জিআর মামলা পলাতক আসামী গ্রেপ্তার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট জিআর ২৬৯/১১ নং মামলা পলাতক আসামী ছিলেন। তাকে পুলিশ ধরার জন্য দীর্ঘদিন ধরে খুঁজছে আজ ধরা পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত