পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল অভিযান চালিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মুজাফফরাবাদ এলাকা হতে ৯০০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। তার নাম আবদুল্লাহ (৩৪)। সে কক্সবাজার জেলার টেকনাফের হাবির ছড়া লেঙার বিল এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোজাফফরাবাদ এলাকা হতে আগে হতে উৎপেতে থাকা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিমের সদস্যদের হাতে গ্রেফতার হন। এসময় তার পরনের লুঙ্গির সাথে কোমরে মোড়ানো অবস্থায় ৯০০ পিচ ইয়াবা সহ আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ কার্যালয় চট্টগ্রাম ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি একজন মাদক ব্যাবসায়ী কক্সবাজার হতে ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। সে পরিবহনের কৌশল পাল্টানোর জন্য চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মোজাফফরাবাদ এলাকায় নেমে অন্য গাড়িতে উঠার সময় তাকে আমরা চ্যালেন্জ করে তার পরনে লুঙ্গির সাথে কোমরে মোড়ানো অবস্থায় ৯০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করি। জিজ্ঞেসাবাদে সে মাদক ব্যাবসায়ী জানান, ইয়াবা গুলো সে চট্টগ্রামে নিয়ে যাওয়ার উদ্দোশ্যে কক্সবাজার হতে নিয়ে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে পটিয়া থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।