পটিয়ায় ২০০০ পিচ ইয়াবাসহ আটক তিনজন
পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় পৃথক দুটি অভিযানে ২০০০ পিচ ইয়াবাসহ তিন জনকে অাটক করার খবর পাওয়া গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের চট্টগ্রাম(খ) সার্কেলের পরির্দশক কাজী হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অাজ বুধবার সকালে পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথা এলাকায় ইয়াবা নিয়ে দুই জন লোক হাত বদল করতে অাসছে। অামরা ফোর্স নিয়ে সকাল অাটটায় রাস্তার মাথায় পৌছালে জয়নাল আবেদীন(২০) কে হাতে নাতে ১০০০ পিচ ইয়াবা সহ ধরতে সক্ষম হই। এসময় তাকে অাটক করে নিয়ে এসে অামি বাদী হয়ে মাদক অাইনে মামলা করে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করি। অাটক জয়নাল আবেদীন টেকফের জাহাজপুরা গ্রামের সৈয়দ অাহমদের ছেলে।
অপরদিকে, পটিয়া থানা টহল পুলিশ গত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার নয়াহাট শাহ অামানত সিএনজি স্টেশনের সামনে রাস্তা হতে নাছির উদ্দীন(১৯),জাকারিয়া(২৮) নামে দুই জনকে ১০০০ পিচ ইয়াবা সহ অাটক করেন।
এব্যাপারে পটিয়া থানার পরিদর্শক মোবারক হোসেন জানান, রাতে টহলরত অবস্থায় নয়াহাট সিএনজি পাম্পের সামনের রাস্তায় দুই জন লোক সন্দেহাতীতভাবে ঘুরাপেরা করার সময় অামরা চেলেন্জ করলেএ সময় তাদের শরিরে ১০০০ পিচ ইয়াবা পাওয়া যায়। তাদের বাড়ি টেকনাফ ও কক্সবাজারে। তাদের অাটক করে থানায় নিয়ে এসে অাজ সকালে মামলা দিয়ে অাদালতে প্রেরন করা হয়েছে ।