পটিয়ায় সড়কের নাম ফলক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় একটি গ্রামীন সড়কের নাম ফলক নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

জানা যায়, উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিন হুলাইন নয়াহাট থেকে হুলাইন আমিন শরীফ প্রাথমিক বিদ্যালয় পযর্ন্ত সড়কটির সঠিক নাম মনসুর আলী সড়ক নামে বেশ পরিচিত। হুলাইন গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের মধ্যে একটি পরিবার এখলাছ মিয়া চৌধুরীর পরিবার। মরহুম এখলাছ মিয়া চৌধুরীর পিতা মনচুর আলী চৌধুরীর নামে রাস্তাটির সঠিক নামকরন হওয়ার কথা, কিন্তু সড়কটি উদ্ভোধনের পর উদ্ভোধনী নাম ফলকে দেখা যায় মনচুর আলী সড়ক নামটি ব্যাকেটবন্দী আর প্রকৃত নাম এ, এস চৌধুরী সড়ক এ নামের কোন সম্মানিত ব্যক্তি হুলাইন গ্রামে আছে কিনা এলাকাবাসীর কাছে ধুম্রজাল সৃষ্টি হয়েছে এবং মনছুর আলী চৌধুরীর নামকে অপমানিত করা হয়েছে বলে এলাকাবাসীর অভিমত যা কৌশলে উদ্ভোধনী অনুষ্টান আয়োজক ও ফলক তৈরীর সময় এ এস চৌধুরী সড়ক দিযেছে কে এই এ এস চৌধুরী তা কেউ চিনেন না। যা দায়িত্বশীলদের কাণ্ডজ্ঞানহীন বলে অভিযোগ করেছেন স্হানীয়রা ।

সরেজমিনে আজ দক্ষিণ হুলাইন গ্রামের মনসুর আলী সড়কটিতে গিয়ে স্হানীয় বয়োবৃদ্ধ লোকজনের সাথে কথা বলে জানা যায়, যুগ যুগ ধরে এ সড়কটি কাগজে কলমে ও মনসুর আলী সড়ক নামে সুপরিচিত। কিন্তুু গত ৩১ শে আগস্ট এলজিইডি’র বাস্তবায়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রদত্ত নয়াহাট আরএইচডি হুলাইন জিপিএস সড়ক উন্নয়ন কাজের উদ্ধোধন করেন স্হানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। সড়কটি উদ্ধোধন করার পর নাম ফলকটি স্হানীয়দের নজরে আসতেই সবার চোখ কপালে উঠার উপক্রম হয়েছে।

এ নিয়ে কথা হয় এলাকার বয়োবৃদ্ধ মোঃ ইদ্রিচ, আব্দুল খালেক ও মোঃ ইউনুসের সাথে তারা জানান, আমাদের জানা মতে এবং কাগজে কলমে এ সড়টির নাম মনসুর আলী সড়ক নামে সবাই ভালো করে জানে। কিন্তু কিছু দিন যাবৎ এ সড়কটির নাম নিয়ে মিথ্যাচার শুরু করে এলাকায় আলোচনা সমালোচনা চলছে। ফলকে যে নামটি ( এ এস চৌধুরী) দেয়া হয়েছে আমরা চাই অবিলম্বে নাম ফলকটি প্রত্যাহার করে উঠিয়ে নিয়ে সঠিক নামটি দিয়ে পুনরায় নাম ফলকটি স্হাপনের জোর দাবী জানাচ্ছি।

কথা হয় কলেজ শিক্ষার্থী ইসকান্দর হোসেনের সাথে সে জানায়, আমরা আমাদের বাবা মায়ের মুখ হতে শুনে আসছি এ সড়কটির নাম মনসুর আলী সড়ক। এমনকি আমাদের এলাকার সবার স্হায়ী ঠিকানায় ও মনসুর আলী সড়কের নাম রয়েছে। তবে সড়কটি উদ্ধোধনের পর নাম ফলকটি দেখে সবার মাঝে বিরাজ করছে মিশ্রপ্রতিক্রিয়া। আমরা ও চাই সড়কটির আসল নামটি পুনস্হাপন করা হোক।
এ ব্যাপারে পটিয়া উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ফৌজুল কবির কুমার জানান, সড়কটি মনসুর আলী সড়ক নামে সুপরিচিত। তবে কেন এ এস চৌধুরী সড়ক নামে নাম ফলক উন্মোচন করা হয়েছে তা আমার বোধগম্য নয়। তবে এ ব্যাপারে এমপির উন্নয়ন সমন্বয়কের সাথে আমার কথা হয়েছে তিনি আমাকে আশ্বস্ত করেছেন সড়কটির সঠিক নামে আরেকটি নাম ফলক লাগিয়ে দিবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here