পটিয়ায় মাস্টার ট্রেইনার কার্যক্রমের উদ্ধোধন

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া উপজেলা ট্রেনিং এন্ড রিসোর্স ফর এডুকেশন (ইউআইটিআরসিই) এর মাষ্টার ট্রেইনার নির্বাচন সফটওয়্যার পাইলটিং এর উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মাষ্টার ট্রেইনার সিলেকশন টেস্ট সফটওয়্যার পাইলটিং কার্যক্রম উদ্বোধন করেন ব্যানবেইস এন্ড ইউআইটিআরসিই মহাপরিচালক মোঃ ফসিউল্লাহ । এ সময় পটিয়া উপজেলার মাধ্যমিক ট্রেনিং সেন্টারে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, ট্রেনিং সেন্টারের সহকারী প্রোগ্রামার সুলতানা রাজিয়া, চকরিয়া ট্রেনিং সেন্টারের সহকারী প্রোগ্রামার মিল্টন দাশ, পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দীন মজুমদার প্রমুখ।

এ সময় ভিডিও কনফারেন্সে মহাপরিচালক মোঃ ফসিউল্লাহ বলেন ২০১৩-২০১৬ সালে সারাদেশে ১২৫টি ইউআইটিআরসিই স্থাপন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার অর্থায়নে এ ভবন নির্মাণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী ২য় বার ক্ষমতায় এসে ২০০৯-২০১০ সালে শিক্ষানীতি প্রণয়ন করে। এতে আইসিটি বেইজড শিক্ষার কথা বলা হয়। এর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আইসিটি বেইজড শিক্ষায় শিক্ষিত করার জন্য ভিশন ২০২১ বাস্তবায়ন করার লক্ষ্যে এ সকল কেন্দ্রে প্রায় ১ লক্ষ ৫০ হাজারের অধিক শিক্ষককে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এই সেন্টারগুলোতে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য মাষ্টার ট্রেইনার নির্বাচন করা হয় ডিজিটাল পদ্ধতিতে। এছাড়া সারাদেশে আরো ১৬০টি মাষ্টার ট্রেনিং সেন্টারের কাজ চলছে। পটিয়া কেন্দ্রে ৯ জন মাষ্টার ট্রেনিং অংশগ্রহণ করেছেন। তৎমধ্যে ৪ জনকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here