পটিয়ায় বেশী দামে পেয়াজ বিক্রির দায়ে জরিমানা

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় নিত্য প্রয়োজনীয় পন্যের মুল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার সকালে পটিয়া পৌরসভার মুন্সেফ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির দায়ে ২ বিক্রেতাকে ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

একই সময়ে ভেজাল ঘি বিক্রির অপরাধে মদীনা ট্রেডাসকে ১০০০০ টাকা ও আল মারওয়া স্টোর কে ২০০০ টাকা জরিমানা করা হয়।

এসময় মোবাইল কোর্ট পরিচালনায় পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক আবু বক্করের নেতৃত্বে একদল পুলিশ সহযোগীতা করেন।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি এসব দোকানের মালিকদেরকে বেশী দামে পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য আদেশ দেন। ভবিষ্যৎতে কঠোর আইনানুগ ব্যাবস্হা নিবেন বলে হুশিয়ারি করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here