পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় নিত্য প্রয়োজনীয় পন্যের মুল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার সকালে পটিয়া পৌরসভার মুন্সেফ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির দায়ে ২ বিক্রেতাকে ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
একই সময়ে ভেজাল ঘি বিক্রির অপরাধে মদীনা ট্রেডাসকে ১০০০০ টাকা ও আল মারওয়া স্টোর কে ২০০০ টাকা জরিমানা করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক আবু বক্করের নেতৃত্বে একদল পুলিশ সহযোগীতা করেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি এসব দোকানের মালিকদেরকে বেশী দামে পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য আদেশ দেন। ভবিষ্যৎতে কঠোর আইনানুগ ব্যাবস্হা নিবেন বলে হুশিয়ারি করে দেন।