পটিয়ায় পৃথক অভিযানে ২৫০০ পিচ ইয়াবা সহ আটক দুই

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় মাদকদ্রব্য অধিদপ্তরের চট্টগ্রাম সার্কেল ‘খ’ এর পৃথক অভিযানে ২৫০০ পিচ ইয়াবাসহ দুইজনকে অাটক করেছে ।

মাদক দ্রব্য অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে দশটার দিকে পটিয়া খরনা রাস্তার মাথা এলাকা হতে ১৫০০ পিচ ইয়াবা সহ অাব্দুল মাজেদ (২০) কে অাটক করা হয়েছে। সে কক্সবাজার জেলার টেকনাফের উলুচামরি ৬ নং ওয়াডের অাবুল কালামের ছেলে।

অপরদিকে অাজ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার অামজুর হাট এলাকা হতে নজরুল ইসলাম (১৯) কে ১০০০ পিচ ইয়াবা সহ অাটক করা হয়েছে। সে ও কক্সবাজার জেলার টেকনাফের উলুচামরি এলাকার সৈয়দ অালমের ছেলে।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক এ কে এম অাজাদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে দশটার দিকে পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথা হতে অাব্দুল মাজেদ (২০) কে ১৫০০ পিচ ইয়াবা সহ অাটক করতে সক্ষম হই। এসময় তার বাম পায়ের হাটুর নিচে কস্টটেপ দিয়ে পেছানো অবস্থায় উদ্ধার করা হয়। জিজ্ঞেসাবাদে সে জানায়, টেকনাফ হতে ইয়াবা গুলো নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্য হাত বদল করার জন্য পরিবহনের কৌশল পাল্টানোর জন্য খরনা রাস্তার মাথায় নেমে ছোট গাড়িতে উঠার জন্য অপেক্ষায় আছে এ অবস্থায় তাকে অামরা গ্রেফতার করি।

অন্য দিকে অাজ সকাল সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অামজুর হাট এলাকা হতে ১০০০ পিচ ইয়াবা সহ নজরুল ইসলাম (১৯) কে গ্রেফতার করা হয়েছে। এসময় তার পরিহিত পেন্টের পকেট হতে উদ্ধার করা হয়। সে ও একই পন্থা অবলম্বন করে চট্টগ্রামের উদ্দেশ্য নিয়ে যাওয়ার জন্য গাড়ি পরিবর্তন করতে অামজুর হাট এলাকায় নামেন। নেমেই অাগে থেকে অামাদের বিশেষ টিমের হাতে ধরা পড়ে। তাদের দু’জনের বিরুদ্ধে মাদক অাইনে মামলা রজু করে পটিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here