পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় খাবার হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর খাবার বিক্রী করার দায়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও পটিয়ার ইউএনও হাবিবুল হাসান অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন।
শনিবার বিকেলে পৌর সদরের পটিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, আল জিলানি হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও নিউ হ্যান্ডি রেস্টুরেন্টকে ৫হাজার টাকা জরিমানা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও ২০১৪ (সংশোধিত) অনুযায়ী নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রীর দায়ে এই জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও ইউএনও হাবিবুল হাসান জানিয়েছেন, পটিয়া পৌর সদরের বিভিন্ন হোটেলে নোংরা পরিবেশে ও অস্বাস্থ্যকর খাবার বিক্রী হচ্ছে। ভ্রাম্যমান আদালত নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করেন। নোংরা পরিবেশে ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে ৩টি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সর্তক করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত রাখবেন বলে জানান।