মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

পটিয়ায় ধলঘাট আর্বান সমিতির পনের শতাংশ লভ্যাংশ ঘোষণা

আপডেট:

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া ধলঘাট আর্বান সমবায় সমিতি লি: এর ৮২তম বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার (৩০ আগষ্ট) সকাল থেকে তারাচরণ সিদ্ধাশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি ও ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমা প্রসাদ মিত্র।

বিজ্ঞাপন

প্রতিবেদনের উপর আলোচনা করেন সহ সভাপতি প্রবাল দে, সাংবাদিক অরুণ দাশ গুপ্ত, সমীর চৌধুরী, বীরকন্যা প্রীতিলতা ট্রাষ্টের সভাপতি পংকজ চক্রবর্তী, সদস্য সুমন দে, অরুণ পালিত, আশিষ পালিত, সাধন সেন, অনুপ চক্রবর্তী, দীপক ওয়াদ্দাদার, রনধীর চক্রবর্তী, প্রবোধ রায় চন্দন.মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত